পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সকাল ৮টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার পর সূর্যের দেখা মেলায় স্বস্তি ফিরে আসে জনজীবনে।
প্রচণ্ড শীতে সকালে কাজে যোগ দেওয়া মানুষের দুর্ভোগ দেখা দেয়। তবে গত তিনদিন ধরে সন্ধ্যার পর থেকে কনকনে শীত আর দুপুর থেকে কড়া রোদের কারণে শীত-গরম অনুভূত হয়। এতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. মনোয়ার ইসলাম বলেন, কয়েকদিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, ডায়েরিয়া, নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কয়েক দিন ধরে সকালেই সূর্যের আলো ছড়িয়ে পড়ে। এজন্য ঠাণ্ডা অনুভূতি কিছুটা কম। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য