১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ

১৭ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমন নির্দেশনা জারির দুই ঘণ্টার মাথায় তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী- ১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তবেই স্কুল বন্ধ রাখা যাবে।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাউশি থেকে এ তথ্য জানানো হয়। মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মাউশি থেকে জানানো হয়, চিঠি সংশোধন করা হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে স্কুল বন্ধ রাখতে হবে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য