বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) খুরশিদ হোসেন। বুধবার টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি।
র্যাবের ডিজি জানান, মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে ইজতেমা ময়দান। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, হেলিকপ্টার, নৌ ও মোটরসাইকেলে টহল দেওয়া হবে। নিশ্চিত করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।
তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব (জুবায়েরপন্থী) শুরু হবে।
গতকাল মঙ্গলবার থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। চলছে শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
ভোরের আকাশ/ সু
মন্তব্য