সংসদে অধিবেশন চলাকালে সম্পূরক প্রশ্নপর্বে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ফেসবুকে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফায়েড ছাড়া বোঝা যায় না, এটা কার অ্যাকাউন্ট। বিশেষ করে যখন বঙ্গবন্ধুর পরিবারের কারও নামে একাধিক অ্যাকাউন্ট থাকে, তখন ভেরিফায়েড ছাড়া আরও বোঝা যায় না কোনটা রিয়াল। কিন্তু ভেরিফাই করা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে নামে যে কেউ অ্যাকাউন্ট খুললে বিভ্রান্তির সৃষ্টি হবে। বিশেষ করে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একাধিক অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন চলাকালে এসব কথা বলেন এই সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, গত তিন মাস ধরে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি পেজ কাজ করছে। সেই পেজে এক লাখ ৬১ হাজার ফলোয়ার। সেখানে পজিটিভিই লেখা হচ্ছে। কিন্তু যদি উনার (সায়মা ওয়াজেদ পুতুল) অ্যাকাউন্ট না হয়ে থাকে, তা হলে তথ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেবে কিনা। তা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের যে কারও নামে কোনো অ্যাকাউন্ট খুললে কী ধরনের ব্যবস্থা নেবেন।
জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে যে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে, সেগুলোতে ইতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। তবে সেটি নিয়ে কিছুটা সংশয় থেকে যায়। এটা কোন উৎস থেকে খোলা হয়েছে, সেগুলো তথ্য নিশ্চিত করে কাজ করা হবে বলে আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সায়েদুল হক সুমন সংসদ সদস্য নির্বাচিত হন।
ভোরের আকাশ/মি
মন্তব্য