-->
শিরোনাম

বাড্ডায় আগুন, ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় আগুন, ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আজ মঙ্গলবার ভোরে আগুন লাগে রাজধানীর বাড্ডায় কাঠ ও ফার্নিচারের বেশকিছু দোকানে। বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিগুলো অবস্থিত।

 

আজ ভোর ৩টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তবে, কাঠ হওয়ায় এখনও আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি। প্রাথমিক ধারণা অনুসারে, একটি স’মিল থেকে ছড়িয়েছে আগুন। সেটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাছাড়া, পাশের একটি ভবনের নীচতলায় কিছুটা ক্ষতিও হয়েছে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা এখনেও জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version