-->

উৎসবে অন্য দেশে পণ্যের দাম কমে, আমাদের দেশে উল্টো

অনলাইন ডেস্ক
উৎসবে অন্য দেশে পণ্যের দাম কমে, আমাদের দেশে উল্টো

দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অন্যান্য দেশে দেখা যায় কোনো উৎসব হলে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো। কিছু মজুতদার আছে তারা কৃত্তিক সংকট তৈরি করেন।

 

সোমবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের বিরাট সংখ্যক ব্যবসায়ী অসৎ মনোবৃত্তি নিয়ে কোনো একটা উৎসব এলে, কোনো একটা উপলক্ষ্য পেলে যখন মানুষের প্রয়োজনীয়তা বাড়ে তখন পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। অন্যান্য দেশে দেখা যায় কোনো উৎসব হলে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো। কিছু মজুতদার আছে তারা কৃত্তিক সংকট তৈরি করেন।

 

পেঁয়াজের উদাহরণ দিয়ে হাছান মাহমুদ বলেন, এখন পেঁয়াজের কোনো সংকট নেই। বেশিরভাগ পণ্যের কোনো সংকট নেই। এরপরও কোনো কোনো পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী কাজ করছেন। সরকারের অন্যান্য বিভাগও কাজ করছে।

 

সরকার অসাধু ব্যবসায়ী, অসাধু মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা জনগণকে অনুরোধ জানাব এ ব্যাপারে আমাদের সহযোগিতা করার জন্য। এখন যেমন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়, জনগণ যখন তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ফেলবে তখন তারা কোথায় যাবে সেটা হচ্ছে প্রশ্ন। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version