-->
শিরোনাম

নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টা চলছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টা চলছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সরকার নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী জানান, বাজারে নিত্যপণ্যের কোন স্বল্পতা নেই। চালের দাম নিয়েও কোনো অস্বস্তি নেই। দেশে চিনি, তেল, ডালসহ নিত্যপণ্যের ঘাটতি নেই বলে জানান তিনি। তবে, লেবুসহ মৌসুমী কিছু পণ্যের দাম বেড়েছে।

 

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘যে স্টক এখন আছে এটা আমাদের জন্য পর্যাপ্ত। খোলা বাজারের চিনি মিলগেটে সর্বোচ্চ বিক্রয় মূল্য ১৪০ টাকার বেশি হবে না। তারা আমাদের কথা দিয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। প্যাকেট চিনিও ১৪৫–১৪৬, যেটা সিল মেরে দেয় ওটাও এরচেয়ে বেশি হবে না।’

ভারত থেকে পেঁয়াজ আনার জন্য চেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। তবে, পেঁয়াজের দাম নিয়ে ভারতের সঙ্গে এখনও কথা চলছে বলে জানান তিনি।

 

প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানের খেজুরের দাম ঠিক করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানের খেজুরের দাম কেজি ১৫০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version