-->

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র দুরুদ পাঠ ও ফাতিহা পাঠ করে তিনি জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যগণ সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সেখানে সেনাবাহিনীর প্রধান এর পরিবারের সদস্যগণ, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (এজি), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ব্রিগে. জেনা. মোহাম্মদ কামরুল হাসান (এমএ টু সিএএস), ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম (ডিপিএস), ২১ ব্রিগেড কমান্ডার ব্রিগে. জেনা. মো. মাজহার আল কবির, খুলনা শাখা ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার লে. কর্নেল আশিকুল হক, অধিনায়ক (১০ ইবি) লে. কর্নেল মাকসুদুল আলম, লে. কর্নেল মুনতাসির (এসসিও খুলনা শাখা ডেড কমান্ডার), মেজর মো. শোয়াইব রিফাত অমি (ডিএমএ টু সিএএস), বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুংগীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মো. মঈনুল হক সহ বাংলাদেশ সেনাবাহিনীর (৫০/৬০) জন অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের (৬০/৭০) অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version