-->

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াতের ভূমিকা উন্মোচিত : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনে বিএনপি-জামায়াতের ভূমিকা উন্মোচিত : ওবায়দুল কাদের

আজ সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোটের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা পুরো ছাত্রসমাজকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।

আজ সোমবার (১৫ জুলাই) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ সরকার সহ্য করবে না। যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।’

এই আন্দোলনে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর সম্পৃক্ততা ও প্রকাশ্য সমর্থন রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সন্দেহ করেছিলাম কোটা সংস্কার আন্দোলন সরকারবিরোধী আন্দোলনের ছদ্মবেশ ধারণ করছে। গতকাল রাতে তাদের মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, বিচার বিভাগীয় বিবেচনাধীন বিষয়ে মতামত প্রকাশ আদালত অবমাননার শামিল। রাজাকার পরিচয় সম্পর্কিত স্লোগানকে জাতীয় মৌলিক মূল্যবোধের অবমাননা বলে নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ ক্যাম্পাসে স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version