-->
শিরোনাম

আওয়ামী লীগের আমলে দেশ স্বনির্ভর হয়েছে-আনোয়ারায় এমপি জাবেদ

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের আমলে দেশ স্বনির্ভর হয়েছে-আনোয়ারায় এমপি জাবেদ

চট্টগ্রাম - ১৩ আসনের সাংসদ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বঙ্গবন্ধু এমন একটি স্বনির্ভর সোনার বাংলা গড়তে চেয়েছিলেন যেখানে কোনো অভাব থাকবে না।

আজ বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ধান উৎপাদন বেড়ে গেছে। একসময় গরুর ক্ষেত্রে ভারত নির্ভর ছিলো দেশ তবে এখন আমাদের শাসনামলে দেশীয় খামারের মাধ্যমে এই ঘাটতি পুষিয়েছে। এভাবে মাছের ক্ষেত্রেও নানা উন্নয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সভায় মৎস্য চাষী ও শিক্ষিত সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মৎস্য চাষের প্রতি আগ্রহ হোন। ভালো কাজ করে ভালোভাবে আয় করুন।

সভায় মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ, সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্, আমিন শরীফ, অসিম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাষ্টার মো. ইদ্রীস। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version