-->
শিরোনাম

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মানা হয়েছে। কোন অবস্থাতেই শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে হত্যা ও নৈরাজ্য করেছে।’

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হওয়া হত্যার তদন্তে কমিশন কাজ করছে জানিয়ে কাদের বলেন, ‘এই তদন্তে জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। কমিশনে তিনজন বিচারপতি কাজ করছেন। আর্থিক সহায়তা করেছেন প্রধানমন্ত্রী।’

ওবায়দুল কাদের বলেন, ‘অযথা শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা নিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তাদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক চাই না।’

রোববার থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। কাদের বলেন, ‘নাগরিক সমাজ প্রতিবাদ করতেই পারেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে উসকানি দিতে না পারে, এজন্য সকলের দায়িত্বশীল হওয়া উচিত।’

জামায়াত–শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান কাদের। তিনি বলেন, ‘ঢালাও ভাবে কারো বিরুদ্ধে মন্তব্য করতে চাই না। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার কারন তারা সন্ত্রাসী সংগঠন। আমরা ঢালাওভাবে কাউকে দালাল বলি না, বলা উচিতও না।’

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version