-->
শিরোনাম

‘পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
‘পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশের একটি গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদক অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষেরর কাছে পুলিশের ভাবমূর্তি ব্যপকভাবে ক্ষুন্ন হয়েছে।

যার ফলে ৫ আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট চালানো হয়েছে।

এমত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্থন কর্মচারী সংগঠন” আজ মঙ্গলবার ৬ আগষ্ট হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version