-->
শিরোনাম

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন মেজর হাফিজ ও ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন মেজর হাফিজ ও ডা. জাহিদ
মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জায়গা পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

মেজর (অব.) হাফিজ খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

এদিকে স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া ডা. এ জেড এম জাহিদ হোসেন বিশিষ্ট চিকিৎসক নেতা। তিনি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ছিলেন। ড্যাবের পাশাপাশি সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়া দীর্ঘদিন থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি। সর্বশেষ তিনি দলের ভাইস- চেয়ারম্যান ছিলেন।

দলের কঠিন সময়ে তিনি বিশেষ করে রংপুরসহ উত্তরাঞ্চলে বিশেষ ভূমিকা পালন করেছেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version