-->
শিরোনাম

প্রতারকচক্রের ফাঁদে পুলিশ,সতর্ক করলো সদর দপ্তর

গোলাম মুজতবা ধ্রুব
প্রতারকচক্রের ফাঁদে পুলিশ,সতর্ক করলো সদর দপ্তর

পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে বদলির ভয়-ভীতি দেখিয়ে একটি চক্র প্রতারণার ফাঁদে ফেলছে। অনেক পুলিশ কর্মকর্তার কাছে ইতোমধ্যে এই চক্রের সদস্যরা ভয়-ভীতি হুমকি ধমকি দিয়ে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তর বলছে, ওই চক্রের বিষয়ে তারা পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। পাশাপাশি প্রতারকদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

জানা গেছে, ক্ষমতার পালাবদলের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে পুলিশ। সারা দেশের থানা, ফাঁড়ি, এমনকি সড়ক, মহাসড়কে তাদের অবস্থান থাকলেও তারা এখন অনেকটাই মনমরা হয়ে দায়িত্ব পালন করছেন। এক সময় আওয়ামী লীগ সরকারের সমর্থক বলে পরিচিত এমন অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আবার অনেককে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছে। মহানগরের সব থানার ওসিকে বদলি করা হয়েছে। পাশপাশি মহানগর গোয়েন্দা পুলিশসহ পুলিশের অন্য ইউনিটের সদস্য ও জেলা পুলিশ কর্মকর্তাদেরকেও পর্যায়ক্রমে বদলি করা হবে এবং এজন্য সংশ্লিষ্টরা তালিকা করছেন বলেও আলোচনা হয়েছে।

সূত্র বলছে, সরকার পতনের পর নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নন-ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতিতে যান। পরে আবারও সরকারের প্রচেষ্টায় কাজে ফেরেন তারা। পুরো বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে বলে তাদের অনেকেই এখনো রয়েছেন আতঙ্কে। বিশেষ করে একটি বিশেষ অঞ্চলের পুলিশ সদস্যরা- যারা কথায় কথায় ওই অঞ্চলের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। আরেকদল ছিলেন- যারা নিজেদের ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন বলে পরিচয় দিয়ে বিনা দ্বিধায় অনিয়ম, দুর্নীতিতে জড়াতেন বলেও আলোচনা রয়েছেন। পুলিশের এমন সদস্যরা ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর বহু নেতাকর্মীকে অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করেছেন বলে ভুক্তভোগীদের অনেকেই এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোঁজ করছেন। পুরো পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পাশপাশি এখন অপেক্ষাকৃত সৎ ও পরিচ্ছন্ন ইমেজের কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে সর্বমহলে পুলিশের প্রশংসাও হচ্ছে।

পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, পুলিশে চলমান রদবদলের অনেকেই প্রশংসা করলেও কেউ কেউ রয়েছেন বদলি আতঙ্কে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা এক সময় পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব থাকা কর্মকর্তাদের ঢাকার বাইরে কিংবা কম গুরুত্বপূর্ণ ইউনিটে বদলির ভয় ভীতি দেখিয়ে অর্থ দাবি করছেন। আবার এমন অভিযোগও রয়েছে, চক্রটি পুলিশ সদস্যদের ভালো পদে আনতে পারবেন বলে অর্থ দাবি করছেন। এতে মাঠ পুলিশের কর্মকর্তাদের অনেকেই দ্বিধায় পড়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে যেমন আলোচনা করছেন, তেমনি অনেকেই ঊর্ধতন কর্মকর্তাদের অবহিতও করেছেন। আর এই ধরনের মানসিক চাপ তাদের কাজ করতে সমস্যা তৈরি করছে, যাতে সাধারণ মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা মনে করছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর এক বার্তায় সাংবাদিকদের জানান, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারকচক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রতারকচক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version