দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুর্নীতি দমনে ‘ব্যথর্’ হয়েছেন অভিযোগ করে তার পদত্যাগের দাবিতে হ্যান্ডমাইক হাতে দুদক কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ করেছেন এক যুবক, যার নাম এমাজউদ্দিন ফরহাদ। বিক্ষোভের এক পর্যায়ে সড়কে উপস্থিত জনগনকে নিয়ে ওই যুবক প্রতিষ্ঠানের ভেতরে অনেকটা বিনা বাধায় প্রবেশ করলে সেখানের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার দুপুরে এমাজউদ্দিন ফরহাদ ভোরের আকাশকে জানান, তিনি দীর্ঘ আট বছর ধরে বাহরাইনে বসবাস করছেন। কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসিন্দা ফরহাদ সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে যোগ দিতে বাংলাদেশে আসেন। আন্দোলনের পর তিনি মনে করছে দুদক চেয়ারম্যান দেশের দুর্নীতি দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, তাই এই পদে থাকার কোনো অধিকার তার নেই। এজন্য তিনি তার পদত্যাগ চান। ফরহাদ বলেন, দুদক চেয়ারম্যান বিভিন্ন সময়ে বলেছেন দুর্নীতি দমন কঠিন কাজ। তিনি এভাবে বলতে পারেন না। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় দেশের বহু টাকা বিদেশে পাচার হয়েছে। বহু দুর্নীতিবাজ বিদেশে পালিয়ে গিয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে তার এখনই পদত্যাগ করা উচিত।
প্রবাসী এমাজউদ্দিন ফরহাদ যখন হ্যান্ডমাইক হাতে দুদক চেয়ারম্যানের বিরুদ্ধে বিষোদগার করে তার পদত্যাগ দাবি করছিলেন তখন তার সঙ্গে সড়কে থাকা অর্ধ শতাধিক রিকশাচালকও যোগ দিয়ে তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এক পর্যায়ে প্রতিবাদকারীরা বিনা বাধায় দুদক কার্যালয়ের মূল গেইটের ভেতরেও প্রবেশ করে। ওই সময়ে দুদকের ভেতরে থাকা একাধিক কর্মকর্তা আতঙ্কিতও হয়ে পড়েন।
বেলা সাড়ে ৩টার পর দুদকের এক দায়িত্বশীল কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তার এক সহকর্মীকে বলতে শোনা যায়, ওদের দুদকে প্রবেশ করতে কোনো বাধা দেওয়ার দরকার নেই। ওই সময় আরেক সহকর্মী তার কথার সঙ্গে দ্বিমত পোষন করে বলেন কিছুতেই ওদের দুদকের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ, সকাল থেকেই আমাদের একাধিক কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তার কাছে কোনো ধরনের অভিযোগের কাগজ থাকলে সেটা দিতে বলা হয়েছে। কিন্তু ওই যুবক কোনো কথাই শুনছেন না। বরং মাইকে দিনভর বিভিন্ন কথাবার্তা বলেই যাচ্ছেন। দুদকের ভাবমূর্তি যেন ক্ষুন্ন হয়- সেই জন্য কেউ ওই যুবককে পাঠিয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি ভোরের আকাশকে বলেন, আমরা বারবার ওই যুবকের কাছে তার দাবির বিষয়ে জানতে চেয়েছি। সকাল থেকেই চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কোনো সাড়া মেলেনি।
ভোরের আকাশ/ সু
মন্তব্য