সারাদেশে মাজার, দরবার ও খানকাহ শরীফে কঠোর নিরাপত্তা দাবি করেছে দুটি সংগঠন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সর্বজনীন তরিকত সূফী ফাউন্ডেশন বাংলাদেশ ও তরিকতপন্থী ছাত্র সংগঠন এই দাবি জানায়। বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংগঠন দুটি এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি থেকে সব মাজার, দরবার ও খানকাহ শরীফে সেনাবাহিনী মোতায়েনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১২ আউলিয়ার দেশে মাজার ভেঙে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু যে যার ধর্ম পালন করবে, এটাই তো স্বাধীনতা। কোনো কিছু চাপিয়ে দেওয়া তো স্বৈরাচারী মনোভাব। কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। তাই যে সব দরবার ও মাজারে উগ্রপন্থীদের হামলার হুমকি রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই সব দরবার ও মাজারে সেনাসদস্য মোতায়েন করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো- অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফে হামলার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, যেসব মসজিদে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রচার করার মাধ্যমে তরিকতপন্থী মাজার ও দরবার ভাঙচুরে উসকানি দেওয়া হচ্ছে দ্রুত তাদের শাস্তি প্রদান, উগ্রবাদীদের হামলায় যেসব তরিকতপন্থী নেতাকর্মী আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন সেসব হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার, দেশের সকল মাজার, দরবার ও খানকাহ শরীফের নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত, দেশের ক্রান্তিলগ্নে যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বিবৃতি দিয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, দেশের সব তরিকতপন্থীর নিরাপত্তা নিশ্চিত, যেসব দরবার ও মাজার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে ধর্ম উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে ওইসব প্রতিষ্ঠান পরিদর্শন করে এগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে বিবৃতি প্রদান।
মানববন্ধনে জাকির হোসেন চিশতী, খাজা বেনজীর হক চিশতী নিজামী, শাহ সুফি কিরন চিশতী নিজামী, সামসুজ্জামান চৌধুরী সবুজ, আবুল বারেক চিশতী, বেনজীর নূরী সুরেশ্বরী, আরিফ দেওয়ানসহ সারাদেশের বিভিন্ন মাজার, দরবার শরীফের অনুসারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য