গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে এসেছে নতুন অতিথি। গত দুইদিনের ব্যবধানে জন্ম নিয়েছে দুটি জেব্রা শাবক। এ নিয়ে সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ৩২টিতে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ বলছে, শাবক দুটি সুস্থ আছে। তারা মায়ের দুধ পান করছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে শাবক দুটি পুরুষ নাকি মাদি, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকালে সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট সাফারি পার্কে দুর্বৃত্তের হামলার পর বন্ধ হয়ে যায় পার্কের সকল কার্যক্রম। নিরিবিলি পরিবেশে গত সোমবার সকালে ও গতকাল মঙ্গলবার দুপুরে দুটি জেব্রা শাবক জন্ম নিয়েছে। জেব্রা গভীর বনের নিরিবিলি স্থানে বাচ্চা প্রসব করে থাকে। এসময় তারা দলবদ্ধ হয়ে বাচ্চাকে পাহারা দেয়। সেকারণে জেব্রা পালের কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। দূর থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যায়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২০১৩ সালের ২১ জুন প্রথম ফ্যালকন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় তিনটি পুরুষ ও তিনটি মাদি জেব্রা। পরে ২০১৫ সাল পর্যন্ত আরও ১৯টি জেব্রা পার্কে আনা হয়। কিন্তু নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে ২০১৫ সালের মধ্যে ১১টি জেব্রার মৃত্যু হয়। ২০১৭ সালের ১৪ মে পার্কে প্রথম জেব্রা শাবকের জন্ম হয়। সেই থেকে ২০২১ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মোট ২৫টি শাবকের জন্ম হয়। এর মধ্যে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন কারণে মারা যায় ১০টি জেব্রা। ওই বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আরও ১১টি জেব্রার মৃত্যু হয়। এ সাফারি পার্কে ২৫টি শাবকের জন্ম হলেও মারা গেছে ৩২টি জেব্রা। জেব্রার পাল সমৃদ্ধ হলেও কমে সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। নিবিড় পরিচর্যা আর প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানোর যোগ্যতা জেব্রা পরিবারে সদস্য সংখ্যা বেড়েই চলেছে।
সংশ্লিষ্টরা জানান, জেব্রা দলবদ্ধভাবে পাল নিয়ে বনে ঘুরে বেড়ায়। শাবক জন্মের সময় মাদি জেব্রা অপেক্ষাকৃত বনের গভীরে চলে যায়। ওই সময় কেউ জেব্রার কাছে যেতে পারেন না। শাবক হাঁটা চলা শুরু করলে মা শাবককে নিয়ে প্রকাশ্যে আসে। তখনই কেবল শাবক জন্মের কথা জানা যায়।
মা জেব্রা শাবককে রক্ষা করতে খুবই তৎপর থাকে। শাবককে আগলে রাখে খুব কাছে। মানুষ কিংবা কোনো প্রাণী কাছে গেলে জেব্রা দলবেঁধে হামলা করে শাবক রক্ষা করতে। যে কারেণে হামলার ভয়ে পার্ক সংশ্লিষ্টরা শাবক জন্ম নেয়ার পর জেব্রা পালের কাছে যেতে পারে না। পালের সঙ্গে মা জেব্রা শাবককে নিয়ে সময় সুযোগ মতো প্রকাশ্যে আসে। তখন চোখে পরে জেব্রা শাবক। রবি ও মঙ্গলবার পার্কে দুটি জেব্রা শাবক দেখেছেন সংশ্লিষ্টরা। কাছে যেতে না পারায় শাবকগুলো পুরুষ না মাদি ঠিক বলা যাচ্ছে না। দুটি শাবকের জন্মের পর এখন পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশে।
পার্কের ওই কর্মকর্তা জানান, নিরাপত্তার কারণে এখনো জেব্রা শাবক জন্মের খবর তেমন প্রকাশ করা হয়নি। পার্কে শাবক দু’টি মায়ের সঙ্গে বিচরণ করতে দেখা যায়। মা-শাবকের মধ্যে খুনশুঁটি করতেও দেখা যায়। শাবক দুটি এখনো সম্পূর্ণ সুস্থ্য রয়েছে। শাবক সহ জেব্রার দিকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য