-->

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

ফরিদপুর প্রতিনিধিশারদীয় দুর্গাপূজায় মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

শনিবার ফরিদপুর জেলার বিভিন্ন থানাধীন পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পিপিএম-বার।

এ সময় তিনি পূজা আয়োজক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পিপিএম। পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরগুনা প্রতিনিধিশারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরগুনা জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল রেঞ্চের ডিআইজি মো. মঞ্জর মোরশেদ আলম ও বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল।

শনিবার পৌর শহরের সার্বজনীন আখড়াবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনসহ শুভেচ্ছা ও মতবিনিময় করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খালিল, বরিশাল রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. রেজোয়ানা কবির প্রিয়া, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জহুরুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম। জেলা গোয়েন্দা পুলিশের ওসি বসিরুল আলম বসির, সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান, জেলা ডিএসবির অফিসার ইনচার্জ এসএম জিয়ায়ুল হক।

বরিশাল রেঞ্চ ডিআইজি মো. মঞ্জর মোরশেদ আলম বলেন, সব ধর্মে শয়তান আছে এই শয়তানের ধোকায় আমরা পড়বো না। সকল ধর্মের মানুষরা একত্রিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিব। ছাত্রদের মাধ্যমে নতুন পদ খুঁজে পাবে বাংলাদেশ পুলিশ এ দেশকে ছাত্রদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মনোহরগঞ্জে ১২টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজার উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য প্রতিটি পুজামণ্ডপে প্রশাসন ও রাজনৈতিক নেতারা কাজ করছেন। শুক্রবার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা।

উপজেলার বিপুলাসার বাজারে পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি বলেন আমরা সার্বক্ষণিক প্রত্যেকটি পূজামণ্ডপের মনিটরিং এর দায়িত্ব পালন করছি। এ পর্যন্ত প্রত্যেকটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো এবং কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি। আমি সকলকে একটাই অনুরোধ করবো, যদি কোন বিষয়ে আপনাদের কাছে কোনো রকম তথ্য আসে অন্তত আমাকে জানাবেন, আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন রেজওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দেসহ ব্যক্তিরা।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version