-->

গাজীপুরে যৌথ অভিযানে ৫০ কোটি টাকার ৬ একর বনভূমি জবরদখলমুক্ত

ভোরের আকাশ প্রতিবেদক
গাজীপুরে যৌথ অভিযানে ৫০ কোটি টাকার ৬ একর বনভূমি জবরদখলমুক্ত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ বুধবার বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বনভূমি দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

সেনাবাহিনী, র‌্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়।

জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন। বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধের নিমিত্তে শুরু হওয়া এ যৌথ অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version