-->

ঢাবির হলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ঢাবি প্রতিনিধি
ঢাবির হলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে "পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা-২০২৪" অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ কর্মশালা আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের চিফ মডারেটর সামশাদ নওরীন এবং মডারেটর দীপা সরকার ও তাপসী রাবেয়া।

কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব, মশা নিয়ন্ত্রণের পদ্ধতি, এবং জলাবদ্ধতা রোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

কর্মশালার অংশ হিসেবে রোকেয়া হল প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় একটি ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশা নিধনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় যাতে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়, যেখানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়াবলী উল্লেখ ছিল।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইলমা জামান, তাসরিন সুলতানা এবং নুসরাত জাহান নেহা। বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় অনুপ্রাণিত করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "মিশন গ্রিন বাংলাদেশ"-এর প্রতিষ্ঠাতা পরিচালক আহসান রনি এবং জসীম উদ্দিন হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি আরিফুল হাসান আরিফ। রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি প্রত্যাশা বাহার ঊর্মি এবং সেক্রেটারি বৈশাখী চক্রবর্তীও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version