-->

জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ, উপাচার্যের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ, উপাচার্যের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সোমবার (৪ নভেম্বর, ২০২৪) রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন, যা আশেপাশের এলাকার যান চলাচলে বিঘ্ন ঘটায়। তাঁদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অগ্রগতি নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া।

শিক্ষার্থীরা ‘দ্বিতীয় ক্যাম্পাস কবে দিবে প্রশাসন?’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘প্রশাসন ভুয়া, আর্মি হবে ঠিকাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে প্রশাসনের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের আবাসন সংকট অব্যাহত রয়েছে। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের আলোচনার প্রস্তাবও তাঁরা প্রত্যাখ্যান করেন, তাঁদের দাবি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মাসুদ রানা বলেন, "আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। রাজপথের মাধ্যমেই দাবি আদায় করব।" শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্বের কারণে এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে সেনাবাহিনীর দক্ষ অফিসারের হাতে প্রকল্প পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের কাজ হস্তান্তর অত্যাবশ্যক।

তিন দফা দাবি:১. দ্রুত প্রকল্প পরিচালনার জন্য প্রশাসনিক দুর্নীতিতে অভিযুক্ত প্রজেক্ট ডিরেক্টরের পদত্যাগ এবং তার স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ।২. শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানান্তরিত করা এবং এই হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা প্রকাশ।৩. দ্রুত বাকি ১১ একর জমি অধিগ্রহণ এবং পুরোনো ক্যাম্পাসের অপ্রয়োজনীয় চুক্তি বাতিল।

আজকের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনের আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version