ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন"

নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতা কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন "ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমি স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক লোকান্তরিত মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বশরীরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদেরকে একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন ও স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করেছেন, তাই তার প্রতি আমারা বিনম্র শ্রদ্ধা জানাই ও তার রুহের মাগফেরাত কামনা করি "। শ্রদ্ধা নিবেদন শেষে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন গণমাধ্যমকে বলেন "পৃথিবীর ইতিহাসে বিশ্বের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধিকার রক্ষার আন্দোলনকারী ও প্রকৃত দেশপ্রেমীদের কাছে আমাদের আদর্শিক নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইকন হয়ে থাকবেন এবং ৭ই নভেম্বরের চেতনাকে ধারন করে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সর্বদা সচেষ্ট থাকবে ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য