-->

নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর

-প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে বুধবার (১৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ তথ্য জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দেশের নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারগুলোর ওপরই নির্ভর করছে নির্বাচনের সময়।

ড. ইউনূস বলেন, “সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত আমরা নির্বাচন দিতে পারব। আমাদের লক্ষ্য দেশকে গণতান্ত্রিক নির্বাচনের পথে নিয়ে যাওয়া এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা।” তিনি জোর দিয়ে বলেন, “এটি আমাদের প্রতিশ্রুতি যে, আমরা যত দ্রুত প্রস্তুত হব, তত দ্রুতই নির্বাচন দেব।”

শেখ হাসিনার দীর্ঘমেয়াদি শাসনের অবসানের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেটে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে। ড. ইউনূস বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো। এই অবস্থায় দ্রুত দেশের শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছি।”

তিনি আরও জানান, সাংবিধানিক কাঠামোসহ সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার বিষয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন। এই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে যাতে একটি স্বচ্ছ, কার্যকর এবং স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। গণআন্দোলনের মাধ্যমে আসা এই পরিবর্তনে, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর ইস্যুগুলোও সমাধান করা জরুরি হয়ে উঠেছে। ড. ইউনূস বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আশা করি, খুব দ্রুত আমরা একটি স্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”

সূত্র: এএফপি

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version