-->
শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

পাঁচ বিসিএসে ১৮ হাজার নিয়োগ পরিকল্পনা

অনলাইন ডেস্ক
পাঁচ বিসিএসে ১৮ হাজার নিয়োগ পরিকল্পনা

সরকারি চাকরিতে বড় নিয়োগ আসছে। পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই বছরের কম সময়ে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১২ হাজার ৭১০ জন ক্যাডার পদে এবং ৫ হাজার ৪৩৯ জন নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ৩২৫ জন নিয়োগ পাবেন।

৪৭তম বিসিএস ও অন্যান্য নিয়োগের অগ্রগতি

৪৭তম বিসিএসের সার্কুলার প্রস্তুত। পুনর্গঠিত সরকারি কর্ম কমিশন (পিএসসি) এটি জারি করবে। সচিব জানান, ৪৩তম থেকে ৪৬তম বিসিএসের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমও চলমান।

৪৩তম বিসিএস:

  • ২০৬৪ জন ক্যাডার পদের জন্য গেজেট প্রকাশিত হয়েছে।
  • ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যোগদান শুরু হবে।
  • নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে আরও ৬৪২ জনকে।

৪৪তম বিসিএস:

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জনের মধ্যে মৌখিক পরীক্ষা ইতোমধ্যে ৩,৯৩০ জনের নেওয়া হয়েছিল।
  • পরিবর্তিত পরিস্থিতিতে সব উত্তীর্ণ প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
  • ক্যাডার পদে ১,৭১০ জন এবং নন-ক্যাডার পদে ১,৭৯১ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৫তম বিসিএস:

  • প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২,৭৮৯ প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
  • ক্যাডার পদে ২,৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১,৫৭০ জন নিয়োগ পাবেন।

৪৬তম বিসিএস:

  • প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মে মাসে প্রকাশিত হয়।
  • লিখিত পরীক্ষার জন্য ১০,৬৩৮ জনকে নির্বাচিত করা হয়।
  • পরবর্তী প্রক্রিয়ায় সম্ভাব্য বৈষম্য দূর করতে আরও ১০,৬৩৮ জনকে যোগ করে মোট ২১,২৭৬ জনকে বিবেচনা করা হচ্ছে।
  • ক্যাডার পদে ৩,১৪০ জন এবং নন-ক্যাডার পদে ১,১১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

সচিব বলেন, ‘‘যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার নির্দেশনা দিয়েছি। সবশেষ যে ৪৭ তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।’’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্যমতে, সরকারি চাকরিতে মোট ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি পদ রয়েছে। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারী সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। শূন্য রয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ।

এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি চাকরির শূন্যপদ পূরণের পাশাপাশি চাকরিপ্রত্যাশীদের জন্য বিশাল সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version