-->
ঋণের প্রলোভন

শাহবাগে জমায়েত ১৮ জন কারাগারে

ভোরের আকাশ প্রতিবেদক
শাহবাগে জমায়েত ১৮ জন কারাগারে

বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকার শাহবাগে গণজমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট জিয়াউর রহমান, সৈয়দ ইসতিয়াক আহমেদ, মেহেদী হাসান, রাহাত ইমাম নোমান, মো. মাসুদ, ইব্রাহিম, মো. আলেক ফরাজী, মো. সাইফুল ইসলাম, মো. আবু বক্কর, মো. রিংকু, মো. নিজাম উদ্দিন, সৈয়দ হারুন অর রশিদ, মো. আফজাল মন্ডল, আব্দুর রহিম, নুরনবী, শহিদ ও কোহিনুর আক্তার।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহফজুর রহমান গতকাল এজাহারভুক্ত আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি নিয়ে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেইসঙ্গে জামিন শুনানির জন্য গত বৃহস্পতিবার তারিখ রেখেছেন বিচারক।

অন্যদিকে গ্রেপ্তারের পর অসুস্থ অহিংস গণঅভ্যুত্থান সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনের চিকিৎসা চলছে ঢাকার স্কয়ার হাসপাতালে। সুস্থ হলে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে সারা দেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনটি। গত রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভর্তি করে শতাধিক বাস, পিকআপ ও মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে।

যারা আসেন তাদের বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। তাদেরকে বলা হয় শাহবাগে সমাবেশ হবে, সেখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে ‘এক থেকে পাঁচ লাখ টাকা’ ঋণ দেওয়া হবে। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে এই ঋণ দেওয়া হবে বলে এদেরকে বলা হয়।

২৫ নভেম্বর ‘রাজধানীর শাহবাগে মহাসমাবেশ’ লেখা ব্যানারও দেখা যায় কয়েকটি গাড়িতে। মোস্তফা আমীন নামের এক ব্যক্তির নামে লিফটলেট পাওয়া যায় সেখানে আসা অনেকের কাছে। লিফলেটে মোস্তফা আমীনকে সংগঠনটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়। তবে শাহবাগ এলাকায় আসা গাড়িভর্তি লোকজনকে জমায়েত হতে দেওয়া হয়নি, কথা বলে প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দিয়েছেন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ঘটনায় পরে শাহবাগ এসআই হারুন অর রশিদ একটি মামলা দায়ের করেন। মামলায় মোস্তফা আমীনসহ ১৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১২০০ জনকে। মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর ব্যানারে ‘ষড়যন্ত্র করে’ ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে শাহবাগে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হয়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্টিকের রোড ডিভাইডার ভেঙে ক্ষতি সাধন করে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version