-->
সম্পাদকের কথা

চেতনায় মুক্তিযুদ্ধ, প্রেরণায় বঙ্গবন্ধু

খালেদ ফারুকী
চেতনায় মুক্তিযুদ্ধ, প্রেরণায় বঙ্গবন্ধু
দৈনিক ভোরের আকাশ এর নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন সম্পাদক খালেদ ফারুকী।

দৈনিক ভোরের আকাশ নতুন পত্রিকা নয়। তবে আজ থেকে নব আঙ্গিকে বাজারে এসেছে। সবার কথা বলবে এই পত্রিকা। যে কোনো গণমাধ্যমের অন্যতম প্রধান কাজ সময়কে ধারণ করা। বর্তমান সময়ের সব দিককে ধারণ করেই এগিয়ে যাবে দৈনিক ভোরের আকাশ।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের পতাকা। এই মহান নেতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমরা উদযাপন করছি মুজিববর্ষ। গত বছর আমরা উদযাপন করেছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর। একই বছরে দেশ পেয়েছে এক অনন্য স্বীকৃতি। গত বছরের ২৩ নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘ, যা ২০২৬ সালের ২৪ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে। এমন একটা আনন্দঘন পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব মানুষের কথা তুলে ধরতে চায় ভোরের আকাশ। সময়ের প্রবাহে আজকের বাংলাদেশ অনেকটাই পাল্টে যাওয়া বাংলাদেশ। আজ বিশ্বের নানা উন্নয়ন সূচকে বাংলাদেশ শীর্ষে বা প্রথমদিকে উঠে এসেছে, রোল মডেল হয়েছে। এটি একদিনে হয়নি। এর পেছনে রয়েছে এ দেশের কোটি কোটি মানুষের অক্লান্ত পরিশ্রম। দেশের মানুষ এখন অনেকটাই আত্মোন্নয়ন ও দেশের উন্নয়নে মনোযোগী। তাদেরও কথা বলবে ভোরের আকাশ।উন্নয়ন সম্ভাবনার মহীসোপানে অবস্থানকারী বাংলাদেশের খবরকে বেশি করে গুরুত্ব দেবে ভোরের আকাশ। অসম্ভব সম্ভাবনাময় উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এ দেশের তারুণ্য এখন অনেক ক্ষেত্রেই বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সমানতালে প্রতিযোগিতার সামর্থ্য রাখে। ঋণাত্মক অর্থনীতি দিয়ে শুরু হওয়া এই দেশ এখন আর কারো করুণার পাত্র নয়। করোনার এই সময়কালেও বাংলাদেশের মানুষ দেখিয়েছে লড়াকু চরিত্রের অকৃত্রিম চেহারা। বদলে যাওয়া এই নতুন বাংলাদেশের কথা বলতেই নতুন আঙ্গিকে বাজারে আসছে ভোরের আকাশ। থাকছে পত্রিকাটির অনলাইন পোর্টালও। এজন্য চোখ রাখুন www.dailyvorerakash.com-এ।আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ, হৃদয়ে বাংলাদেশ, অনুপ্রেরণায় বঙ্গবন্ধু। ধর্মনিরপেক্ষ থেকে যুক্তিনির্ভর সমাজই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথি হব আমরা। সৃজনশীল ও শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে আমরা তুলে ধরতে চাই মানবিক বাংলাদেশ।ভোরের আকাশ তুলে ধরতে চায় পুরো দেশ ও দেশের মানুষ এবং সারা বিশ্বের সব খবর, সবার খবর। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, সবার কথা বলবে ভোরের আকাশ।

মন্তব্য

Beta version