-->

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। ছবি- দূতাবাস

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) দূতাবাস থেকে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারা‌।

তারা তাদের বক্তব্য বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অন্যতম প্রধান স্তম্ভ।

বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরেই উপসাগরীয় এই দেশটি সর্বপ্রথম সফর করেছিলেন এবং এ জন্য শ্রমবাজারটি উন্মুক্ত হয়েছিল।

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী নেতৃত্বের কল্যাণেই উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি অভিবাসীদের আগমন শুরু হয়েছিল, যার সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বর্তমান সরকার অভিবাসন উন্নয়ন ও অভিবাসী বাংলাদেশিদের স্বার্থ, নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার ৭০ বছরের মধ্যে উচ্চআয়ের উন্নত সমৃদ্ধ দেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী, জনতা ব্যাংকের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version