ঢাকায় ভারতের ৭৩তম গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। ভারতীয় হাই কমিশন বুধবার সকালে তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে।
ঢাকায় ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।
পরে এক অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন তিনি।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা কোভিডবিধি মেনে গণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তারা একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
মন্তব্য