পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি সুস্থ আছেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভোরের আকাশকে জানিয়েছেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তিনি সোমবারই করোনাভাইরাসের পরীক্ষা করান। ফল পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ভার্চুয়ালি দাপ্তরিক কাজকর্ম সারবেন বলেও ভোরের আকাশকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য