জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক
জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন সংস্থার অভিযোগ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমলে নিয়েছে সরকার। আর তাই এবার জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩১ জানুয়ারি) নিজ দপ্তরে সসাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার সেল গঠনের চিন্তা-ভাবনা করছি, যাতে এ বিষয়গুলো আমরা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, ‘উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলাপে নিষেধাজ্ঞা ইস্যুতে কথা হয়েছে। হাই-প্রোফাইল বৈঠকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া এ বিষয়ে বাস্তব অবস্থা জানিয়ে ঢাকার তরফে মার্কিন সিনেটরদের চিঠিও দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রে আমাদের মিশনও সেখানের বিভিন্ন স্তরে যোগাযোগের মাধ্যমে কাজ করছে। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদের কাছেও প্রকৃত বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এক্ষেত্রে যদি লবিস্ট ফার্ম নিয়োগ করতে হয়, আমরা সেটি করবো।

মন্তব্য