-->

ইউক্রেন ইস্যুতে পক্ষ নেবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন ইস্যুতে পক্ষ নেবে না বাংলাদেশ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে কোনো পক্ষ নেবে না বাংলাদেশ। এমনকি এই উত্তেজনায় কাউকে পক্ষগত সমর্থন করা হবে না। কারণ, বাংলাদেশ মনে করে, তারা উভয়েই বন্ধুপ্রতীম দেশ। তাই কোনো দেশকে রেখে, কোনো দেশকে সমর্থন না করার নীতিগত অবস্থান নিয়েছে ঢাকা।’

তিনি বলেন, ‘এ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। তাদেরকে বলেছি, সব দেশই আমাদের বন্ধু। আমরা চাই, সব পক্ষ যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ আশা করে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই পক্ষ আলোচনা করে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছাবে।’

এই সংঘাত আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি স্বরূপ উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘এটা আমাদের জন্য উদ্বেগের কারণ। ইউক্রেনে সংঘাত হলে এর প্রভাব বাংলাদেশসহ সার দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে।’

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে আনুমানিক এক লাখ সেনা, বিপুল সংখ্যক ট্যাঙ্ক, কামান ও মিসাইল মোতায়েন করেছে রাশিয়া; যা নিয়ে কয়েক মাস ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে।

এই সেনা সমাবেশ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বৈঠক ডাকার পর সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন দূতের সঙ্গে রাশিয়ার দূতের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

মন্তব্য

Beta version