-->
শিরোনাম

শুদ্ধ সঙ্গীত চর্চায় অনুকরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
শুদ্ধ সঙ্গীত চর্চায় অনুকরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা: জি এম কাদের
সন্ধ্যা মুখোপাধ্যায়। ফাইল ছবি

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলা গানের অন্যতম কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় উপমহাদেশের সঙ্গীত প্রেমিদের দীর্ঘদিন মুগ্ধ রেখেছিলেন সুরের আবেশে। তার অসংখ্য গান অক্ষয় হয়ে দোলা দেবে সঙ্গীতমোদীদের। ঈর্ষণীয় জনপ্রিয়তা আর অসংখ্য পুরস্কার অনন্যা করেছে সন্ধ্যাজীকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে সঙ্গীত ভূবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। শুদ্ধ সঙ্গীত চর্চায় অনুকরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

মন্তব্য

Beta version