বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংলাপে যোগ দিতে ভারত সফরে গেছেন ৩৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারত সফরে গেছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ১০ম দফা শুরু হবে।
দুই দিনের এই সংলাপে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিশ্লেষণ ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা হবে। সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে। এতে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, নাহিম রাজ্জাক, তানভীর শাকিল জয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, ভারতের সাবেক হাইকমিশনার তারেক এ করিম প্রমুখ।
মন্তব্য