সরকারের একদিনে এক কোটি টিকাদান কর্মসূচির আওতায় প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী শনিবার (২৬ ফেক্রুয়ারি) ডিএসসিসি’র ৬৭৫টি কেন্দ্রে একযোগে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসসিসির অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসি আরো জানিয়েছে, প্রতি ওয়ার্ডে ৯টি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৬৭৫ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে।
একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে এই কার্যক্রমে ওইদিন ৩ লাখ ৩৭ হাজার ৫০০ জন ডিএসসিসিবাসী বা কেন্দ্রে আগত নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সরকার আগামী শনিবার একদিনে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ওইদিন নিবন্ধন ছাড়াই সশরীরে উপস্থিত হয়ে কেউ জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেওয়া হবে। এমনকি যাদের জাতীয় পরিচয় পত্র বা অন্য কোন পরিচয় পত্র নেই তারা মোবাইল ফোন নিয়ে গেলেও টিকা গ্রহণ করতে পারবেন।
মন্তব্য