-->
শিরোনাম

সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি

কূটনৈতিক প্রতিবেদক
সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে দেশটির একটি পিআর এজেন্সির সঙ্গে এক বছরের চুক্তি করেছে সরকার। এজন্য প্রতি মাসে বাংলাদেশ সরকারের ব্যয় হবে ২০ হাজার ডলার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের ঘটনা প্রবাহে আমরা গত ১০ ডিসেম্বর থেকে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে ‘নেলসেন মুলিন্স’ নামে একটি কোম্পানিকে নিয়োগ দিয়েছি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

লবিস্ট, পিআর ও জিআর ফার্ম সম্পর্কে আমাদের এখানে ধারণা পরিষ্কার নয় উল্লেখ করে তিনি বলেন, ‘পাবলিক রিলেশন, ইনফরমেশন কালেকশন, রিজওয়ান্ডার তৈরিতে সহায়তা করাসহ বাংলাদেশের ভাবমূর্তি তারা তুলে ধরবে এবং জানাবে। তাদের মূল কাজ হলো- উভয় দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করা।’

তিনি বলেন, ‘নেলসেন মুলিন্স’ কোম্পানি আগামী এক বছরের জন্য কাজ করবে। এজন্য বাংলাদেশের প্রতি মাসে ব্যয় হবে ২০ হাজার মার্কিন ডলার।’

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ কোনো চাপে নেই জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ও উভয় দেশের বাণিজ্য নিয়ে এরই মধ্যে আলাদা দুটি বৈঠকের সময় নির্ধারণ হয়েছে। আগামীতে এ ধরনের বৈঠক ও উভয় দেশের প্রতিনিধি দলের সফর আরো বাড়বে।’

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও র‌্যাবের কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এ ঘটনায় চাপে পড়ে বাংলাদেশ সরকার। এরপর থেকে সম্পর্কোন্নয়নে দেশটির বিভিন্ন মহলে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার।

মন্তব্য

Beta version