-->

করোনায় আরো ৯ মৃত্যু; শনাক্ত ৮৬৪

নিজস্ব প্রতিবেদক
করোনায় আরো ৯ মৃত্যু; শনাক্ত ৮৬৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার নেমেছে ৪ দশমিক  ০১ শতাংশে।

আগের দিনের তুলনায় সংক্রমণ হার কমেছে। এর আগের দিন সংক্রমণের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃত ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ৭ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৫ জন ঢাকায়, ৩ জন রাজশাহী ও ১

জন খুলনায় মারা গেছেন। মৃতদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে, একজনের ৪১ থেকে ৫০ বছর, পাঁচ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, একজনের ৮১ থেকে ৮০ বছর এবং একজনের বয়স ৯০ থেকে ১০০

বছরের মধ্যে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩ জনের। এদের মধ্যে পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৩৯ জন এবং নারী মারা গেছেন ১০ হাজার ৪৯৪ জন।

মন্তব্য

Beta version