-->
শিরোনাম

কার্টন শিল্প বাঁচাতে এফবিসিসিয়াই’র পাঁচ দফা

নিজস্ব প্রতিবেদক
কার্টন শিল্প বাঁচাতে এফবিসিসিয়াই’র পাঁচ দফা

কার্টন শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ লোকাল কার্টুন ম্যানুফেকচার্স এসসিয়েশন (এফবিসিসিয়াই)। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি

মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

এসোসিয়েশনের সভাপতি এম. এ. বাশার পাটোয়ারীর সভাপতিত্বে সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, মির রায়হান আলি, রুহুল আমিন, আলমগীর কবির, প্রমুখ।

পাঁচ দফা দাবিতে যা রয়েছে- এক. যেহেতু আমরা ১৫% বা আদর্শ হারে ভ্যাট প্রদান করি, তাই আমাদের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এর ওপর ভ্যাট ১৫% হওয়াই বাঞ্ছনীয়। কাঁচামাল ক্রয়ে যেহেতু আমরা নিট মূল্যের ওপর ভ্যাট প্রদান করি, তাই প্যাকেজিং

পেপারের ভ্যাট ৫-৭.৫% এর পরিবর্তে ১৫% করার জন্য সরকারের প্রতি দাবি যানাচ্ছি।

দুই. বাংলাদেশে উৎপাদিত প্যাকেজিং পেপার মূল্য আন্তর্জাতিক পেপার মূল্য হতে আনেক বেশি যা আপনারা অনায়াসে যাচাই করতে পারেন। আদর্শ হার ব্যাতীত ভ্যাট এর ক্ষেত্রে ঠউঝ কর্তন এর বিধান রাখা হয়েছে, বর্তমান

আইনে ভ্যাট প্রদানকারী এবং আদায়কারী উভয় যাদি ঠউঝ কতর্নকারী সত্তা হয়, তবে এ আইন উভয় কর্তনকারীর ক্ষেত্রে রহিত করার দাবি জানাচ্ছি। তিন. ২০১৭-১৮ অর্থবছরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫২ সংশোধন

করে ২০১৯-২০ অর্থবছরে রহিত করা হয়, যার ফলে আমাদের প্রতিষ্ঠানে সমুদয় নিট আয় হতে অনেক বেশি পরিমাণ টাকা উৎস আয়কর হিসাবে কর্তন হয়ে যায়। প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নিট আয় ৪-৫% এর বেশি

নয়। এ ক্ষেত্রে (২-৫%) উৎসে কর্তন আমাদের জন্য গ্রহণযোগ্য হয় না। যেসব প্রতিষ্ঠান বাণিজ্যিক/শিল্প আমদানী করে তারা ৫% অগ্রিম আয়কর প্রদান করে। এই আদেশটি প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠানের জন্য বিশেষ

বিবেচনায় নিয়ে একটি নির্দেশনা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠান সমূহের জন্য উৎসে আয়কার কর্তন বাতিল করার বিশেষ অনুরোধ করছি। চার. প্রতিবছর অযৌক্তিকভাবে কাগজের মূল্য বৃদ্ধি করে আতি মুনাফা অর্জনের নিয়ম বন্ধ

করার নীতি প্রণয়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানাচ্ছি। পাঁচ. প্যাকেজিং শিল্পের সব সমস্যা মোকাবিলায় সরকারি রুগ্ন ও লোকসানি কাগজকল কর্ণফুলি পেপার মিল এর মতো প্রতিষ্ঠানগুলিতে আয় থেকে দায় শোধ

প্রক্রিয়া বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স এসোসিয়েশনকে হস্তান্তরের ব্যাবস্থা গ্রহণ করলে সব প্যাকেজিং শিল্প রক্ষা পাবে এবং বন্ডেড সুবিধাভোগীদের আমদানি কমে গিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

 

মন্তব্য

Beta version