বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গভাতাসহ ৯ দফা দাবিতে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সম্মেলন করা হয়। অধ্যক্ষ মো. শাহজাহান সাজু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘মুজিব বর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে
হবে। আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী ১ম থেকে ৫ম
শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান করতে হবে। ডাটা এন্ট্রিকৃত ৭৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, এবং স্বীকৃতিপ্রাপ্ত দাখিল, আলিম, ফাজিল পর্যায়ের নন এমপিও মাদরাসা সমূহকে এমপিওভুক্ত করতে হবে।
ইবতেদায়ী সহকারী শিক্ষকদের বেতন কোড ১৬ এর পরিবর্তে ১৩ কোডে প্রদান করতে হবে। জনবল কাঠামো ২০১৮ মোতাবেক ইবতেদায়ী প্রধান, সহকারী মৌলভী, সহকারী শিক্ষক ও প্রভাষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে
উচ্চতর স্কেল (ইনক্রিমেন্ট পুনর্বহাল রেখে) বাস্তবায়ন করতে হবে। সরকারের স্বদিচ্ছা বস্তুবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করে স্বাধীনতার
পক্ষের শিক্ষকদের অন্তর্ভূক্ত করতে হবে। ১২ বছর ও ১৬ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদেরকে যথাক্রমে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ প্রদান করতে হবে। সরকারি স্কুলের ন্যায় সুপারদের বেতন কোড ৬ এ
উন্নীত করা এবং সুপার ও সহ-সুপারদের ২টি উচ্চতর স্কেল প্রদান করতে হবে। অবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নীতিমালা
বাস্তবায়ন করতে হবে। এ ছাড়াও ৯ দফা দাবি পূরণে ৩০ মার্চ ঢাকায় স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়।
মন্তব্য