-->
শিরোনাম

ভারতের স্থল সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা চালু হবে খুব দ্রুত: বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক
ভারতের স্থল সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা চালু হবে খুব দ্রুত: বিক্রম দোরাইস্বামী
দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে গণমাধ্যমকর্মীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি- ভোরের আকাশ

ভারতের স্থল সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউজে ‘মিডিয়া রিসিপশন’ নামের এ আয়োজন করে ভারতীয় হাই কমিশন। এতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, করোনাকালেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে৷ ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই বছরে বাংলাদেশ সফর করেছেন। আমার চাকরি জীবনে ভারতের কোনো রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে একই বছরে কোনো দেশ সফরে যেতে দেখিনি। এটি একটি বিরল ঘটনা।

তিনি জানান, এই রমজান মাসের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের মেগা প্রকল্পগুলোর কাজ চলছে জানিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে গণমাধ্যমকর্মীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

মন্তব্য

Beta version