-->

আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে এক সঙ্গে পথ চলবে বাংলাদেশ-নেপাল

কূটনৈতিক প্রতিবেদক
আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে এক সঙ্গে পথ চলবে বাংলাদেশ-নেপাল
কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাদকা।

আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে এক সঙ্গে পথ চলবে বাংলাদেশ-নেপাল। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একমত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাদকা দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে তারা দুই দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও যথাযথ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে প্রাপ্ত অটুট সমর্থনের প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে নেপালের সহায়তা চেয়েছেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

মন্তব্য

Beta version