বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে ব্রুনাইয়ে গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ এপ্রিল) ব্রুনাইয়ের রিজকুন ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, দেশটির প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রী ইয়াং বেরহোরমাট দাতো সেরি সেতিয়া আওয়াং হাজি আলি বিন আপং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী দাতিন হাজাহ নরহাইদা বিনতি হাজী সুলাইমান।
অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, ব্রুনাই দারুসসালাম সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং ব্রুনাই প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।
অনুষ্ঠানে এশিয়ার দুই বন্ধুপ্রতীম দেশ ব্রুনাই দারুসসালাম এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নাহিদা রহমান সুমনা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি ভিন্নমাত্রার উন্নয়নের গতিপথে নিয়ে গেছেন। জলবায়ু পরিবর্তনে তার সরকারের কূটনৈতিক উদ্যোগ বিশ্বব্যাপী সাড়া ফেলেছে।
রাষ্ট্রদূত নাহিদা ২০১৯ সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রুনাই দারুসসালাম সফর স্মরণ করেন।
অনুষ্ঠানে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহিবনি আল-মারহুম সুলতান হাজী ওমর আলি সাইফুদ্দীন সাইয়েদ্যুল এর বাংলাদেশ সফরের প্রত্যাশা করেন তিনি।
জাতীয় দিবস উপলক্ষে কেক কেটে অতিথিদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রুনাইয়ের পর্যটনমন্ত্রী, তার স্ত্রী ও অন্য অতিথিদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন হাইকমিশনার। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য