এফডিএসআর’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
এফডিএসআর’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

"নিরাপদ কর্মস্থল আমার অধিকার, রোগীর সুচিকিৎসা আমার অঙ্গীকার” এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ ( এফডিএসআর) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

ডাক্তারদের অধিকার আদায়ের সংগ্রামে, করোনা মহামারীর সময়, নিরাপদ কর্মস্থলসহ পেশাগত সব দাবি-দাওয়া নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি।

যাদের নেতৃত্বে আজ এই সংগঠনটি পূর্ণতা লাভ করেছে সেই সংগ্রামী সভাপতি ডা. এম আবুল হাসনাত মিল্টন ও সংগ্রামী মহাসচিব ডা. শেখ মুন্না ও উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষারসহ সবাইকে এফডিএসআর এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান, অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, অধ্যাপক ডা. তাজুল ইসলামসহ অনেকে।

ডা.মিজানুর রহমান ( ভারপ্রাপ্ত সভাপতি - আজকের অনুষ্ঠানের), ডা. রাহাত চৌধুরী, ডা. ফরহাদ মঞ্জুর, ডা. এহসান খান, ডা.রাশিদুল হক রানা, ডা.শাহেদ ইমরান, ডা. ওমর ফারুক লপ্তি, ডা. ফারহান অনিক, ডা.অসিত মজুমদারসহ অনেকের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক হয়।

মন্তব্য