-->
শিরোনাম

এপ্রিলে সারা দেশে ধর্ষণের শিকার ৮০

নিজস্ব প্রতিবেদক
এপ্রিলে সারা দেশে ধর্ষণের শিকার ৮০
প্রতীকী ছবি

চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে ৮০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৩ জন কন্যাসহ ৪৭ জন ধর্ষণের শিকার, ১৮ জন কন্যাসহ ৩০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, ২ জন কন্যাসহ ৩ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-এপ্রিল মাসে ২৪৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২২ জন কন্যা (১-১৮) এবং ১২১ জন নারী। এই মাসে কন্যা বেশি নির্যাতনের শিকার হয়েছেন।

২৪৩ জনের মধ্যে ধর্ষণেরই শিকার হয়েছেন ৮০ জন। এছাড়া ৬ জন কন্যাসহ ৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন কন্যাসহ ৭ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৭ জন কন্যাসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে এবং এর মধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মুত্যু হয়েছে। ১০ জন কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ১ জন কন্যা অপহণের চেষ্টার শিকার হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১টি।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন, এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ মোট ২৬ জন। ১০ জন কন্যা উত্যক্তকরণের শিকার হয়েছেন। এর মধ্যে ২ জন কন্যা উত্যক্তের কারণে আত্মহত্যা করেছে।

বিভিন্ন কারণে ৩ জন কন্যাসহ ২৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৪ জন কন্যাসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৯ জন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জন কন্যাসহ ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১ জন ফতোয়ার শিকার হয়েছে। ২ জন পুলিশী নির্যাতনের শিকার হয়েছে। ২ জন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৪ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১টি। এছাড়াও ১ জন কন্যাসহ ৩ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে এই তথ্য দিয়েছে মহিলা পরিষদ।

মন্তব্য

Beta version