-->
শিরোনাম

ঈদের ছুটিতে ধানমন্ডি, মিরপুরে বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে ধানমন্ডি, মিরপুরে বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম অথবা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন হবে দেশজুড়ে। এরইমধ্যে ঈদের ছুটিতে চলে গেছে পুরো দেশ। তবে রাজধানীর পশ্চিমাংশের বাসা-বাড়িতে এবারের ঈদে গ্যাস সংকটে ভুগতে হতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক জরুরি বার্তায় জানানো হয়েছে, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ কারণে ঈদের মধ্যে ৪৮ ঘণ্টা ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। এর মধ্যে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ। এজন্য গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

মন্তব্য

Beta version