যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী দুদিনের সফরে ঢাকা এসেছেন।
তারা হলেন- মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডির পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর উপসহকারীমন্ত্রী স্কট টার্নার।
কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, বাংলাদেশ সফরে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সিভিল সোসাইটির সঙ্গে সিরিজ বৈঠক করবেন তারা।
এছাড়া ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া রোহিঙ্গাদের জীবনমান পর্যবেক্ষণ করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী। সরকারের দায়িত্বশীল পর্যায়ের বৈঠকগুলোয় রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো ডেলিগেশনের এটিই হবে প্রথম ভাসানচর পরিদর্শন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক; বিশেষ করে শরণার্থী সহায়তায় ওয়াশিংটন যে একনিষ্ঠভাবে ঢাকার পাশে রয়েছে, এ সফর তারই প্রতিফলন।
যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী ছাড়াও ২৭ সদস্যের একটি বিজনেস ডেলিগেশন বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করবেন তারা।
মন্তব্য