-->

বনশ্রীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বনশ্রীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে রিজন খান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুর ১টার দিকে রামপুরা বনশ্রীর 'ই' ব্লকের ৮ নম্বর রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে বেলা সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

রিজনের রুমমেট মো. সম্রাট খান রাজ জানান, বনশ্রীর ওই বাড়ির ৭ তলায় ৬ জন মিলে মেস করে থাকেন তারা। রিজনের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানায়। জয়পুরহাটের একটি কলেজে স্নাতক ২য় বর্ষে পড়তেন তিনি।

রাজ জানান, গত ডিসেম্বরে রিজন ঢাকায় আসেন চাকরির জন্য। বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছিলেন তিনি। আজ (সোমবার) দুপুরে ছাদে কাপড় নেড়ে দিতে যান। হঠাৎ নিচ থেকে তারা খবর পান, রিজন ছাদ পড়ে গেছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রিজন কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে লাফিয়ে পড়েছেন নাকি পড়ে গেছেন তা জানেন না বলে দাবি করেন উদ্ধারকারী মেসের সদস্যরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ মৃত্যুর বিষয়ে রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য

Beta version