-->
শিরোনাম

ফিলিপাইনের বিনিয়োগ চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
ফিলিপাইনের বিনিয়োগ চায় বাংলাদেশ

ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

এছাড়া ফিলিপাইনের মানবসম্পদ প্রশিক্ষণ, স্বাস্থ্য সংক্রান্ত সেবা খাত, পর্যটন ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের মতো বিষয়গুলোর অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মহামারীতে বৈশ্বিকভাবে খাদ্য নিরাপত্তাহীনতা, মুদ্রাস্ফীতি ও সরবরাহ চেইন বিঘ্নিত হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ করে তিনি প্রতিবেশী এবং এ অঞ্চলের দেশগুলোর সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে  ফিলিপাইনের সহযোগিতা কামনা করেন শাহরিয়ার আলম।

উত্তরে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা এ লক্ষ্যে কাজ করবেন বলে জানান।

এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশকে সামাজিক উন্নয়নের রোল মডেল হিসেবে বর্ণনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

 

মন্তব্য

Beta version