-->
শিরোনাম

মুহিতকে প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করবে: স্পিকার

কূটনৈতিক প্রতিবেদক
মুহিতকে প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করবে: স্পিকার
আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করবে। কারণ, তিনি একজন অনুসরনীয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব ছিলেন।

বুধবার (১৫ জুন) শেরাটন হেটেলে আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তার (মুহিত) গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল। তিনি সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন। জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে, তবে আজ তিনি নেই। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। টানা ৯ বার জাতীয় সংসদে বাজেট পেশ করেছিলেন তিনি।

স্পিকার বলেন, নারীদের অগ্রযাত্রায় তিনি (মুহিত) বিশেষ ভূমিকা রেখেছিলেন। সামাজিক নিরাপত্তা, নারীদের জন্য ভাতা, নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ রেখেছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৯৯৯ সালে দেশের ভবিষ্যৎ নিয়ে মুহিত ভাই হতাশায় ছিলেন। এরপর ২০০১ সাল থেকে তিনি দেশের জন্য কাজ শুরু করেন। দেশের ভবিষ্যৎ কৌশল প্রণয়নে যুক্ত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য তার বিশেষ অবদান ছিল। দেশীয় সফটওয়ারের জন্য বিদেশি সফটওয়ার আমদানি বন্ধের পদক্ষেপ নিয়েছিলেন। ইন্টারনেট ভ্যাটও কমিয়ে ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে তিনি বিশেষ অবদান রেখেছেন। তাঁর মূল চিন্তাই ছিল বাংলাদেশ। তিনি সিলেটের সন্তান হলেও পুরো বাংলাদেশের জন্য কাজ করে গেছেন।

মন্তব্য

Beta version