নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাঁচদিন ব্যাপী আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জুন ) নেপালে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, মেলার উদ্বোধন করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা।
নেপাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ মেলায় এবার বাংলাদেশকে কান্ট্রি পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের গার্মেন্টস, সিরামিক্স, হস্তশিল্প, পাট ও চামড়াজাত দ্রব্যের উৎপাদনকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহ এ মেলায় অংশগ্রহণ করছে।
এদের মধ্যে অধিকাংশই নারী উদ্যোক্তা। কোভিড পরবর্তী প্রথমবারের মত আয়োজিত বিপুলসংখ্যক নেপালি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে।
নেপাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাজেন্দ্র মাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্তব্য