ভ্যাপসা গরমে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর পল্টন, কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজারসহ অধিকাংশ এলাকায় তুমুল বর্ষণ হয়।
শনিবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। কোথাও সূর্যের দেখা মিলেনি। অনেক জায়গায় খানিকটা অন্ধকার ছিল। এরপর সাড়ে ১২টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।
বৃষ্টি শুরু হলে বিভিন্ন কাজে বের হওয়া মানুষদেরকে ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা এদিক সেদিক ছুটতে থাকেন। অনেকেই বিভিন্ন দোকান মার্কেটের সামনে আশ্রয় নেন।
এদিকে শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তিনি আরো জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ২৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য